হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ সিটির দেড় কিলোমিটার সড়ক যেন গলার কাঁটা

ময়মনসিংহ প্রতিনিধি

সড়কে তৈরি হয়েছে খানাখন্দ। সেগুলোতে বৃষ্টির পানি জমে খালের রূপ ধারণ করেছে। এতে চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। ছবিটি গতকাল দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চরকালীবাড়ি এলাকা থেকে তোলা। আজকের পত্রিকা

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) ৩২ নম্বর ওয়ার্ডের একটি সড়ক বেহাল হয়ে পড়েছে। নগরীর পাটগুদাম ব্রিজ থেকে স্টেশন পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য প্রায় দেড় কিলোমিটার। দীর্ঘদিন সংস্কার না করায় সড়কজুড়ে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এসবে বৃষ্টির পানি জমে রূপ নিয়েছে বড় বড় গর্তের। এতে চলাচলে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। সড়কটি যেন গলার কাঁটায় পরিণত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করে চলাচল সহজ করার দাবি স্থানীয় বাসিন্দাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, এই রাস্তা দিয়ে লালকুঠি দরবার শরিফ, বিদ্যুতের পাওয়ার স্টেশনসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষের চলাচল। গত বছরের ৫ আগস্টের আগে সড়কটির সংস্কারকাজ শুরু করেন ঠিকাদার। কিন্তু ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে কাজ ফেলে গা ঢাকা দেন ঠিকাদার। এতে পুরো রাস্তাজুড়ে খানাখন্দে চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়েছে। রাস্তাটি বেহালের কারণে অনেক সময় ৫-৭ কিলোমিটার বেশি ঘুরে যাতায়াত করতে হচ্ছে মানুষজনকে।

চরকালীবাড়ির বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন, সাত বছর ধরে এই রাস্তায় কোনো সংস্কারকাজ হয় না। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই বিভিন্ন স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকে। এতে অনেক কষ্টে যাতায়াত করতে হয়।

রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় প্রায়ই হোঁচট খেয়ে পড়ে জামাকাপড় ও বই ভিজে যাওয়ার কথা জানিয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মিজান মিয়া বলে, ‘রাস্তা ভাঙাচোরার কারণে অনেক কষ্ট করে স্কুলে যেতে হয়। রাস্তাটি দ্রুত মেরামত না করা হলে আমাদের কষ্ট আরও বাড়বে।’

অটোচালক সোহেল রানা বলেন, রাস্তা ভাঙাচোরা হওয়ায় রিকশার চাকা, মোটরসহ মূল্যবান যন্ত্রাংশ প্রতিনিয়ত নষ্ট হচ্ছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদার পালিয়ে যাওয়ায় উন্নয়ন কার্যক্রম থমকে যায়। এতে ড্রেন ও রাস্তার কাজ বন্ধ থাকায় মানুষের ভোগান্তি সৃষ্টি হয়।’

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ বলেন, ‘মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলো মেরামতে কাজ শুরু করেছি। কাজ শেষ হলে এর সুফল পাবে মানুষ।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী