হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে বিএনপির নেতা-কর্মীদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিএনপির নেতা-কর্মীরা।

আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতা-কর্মীরা। এতে অংশ নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা।

প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখলে মহাসড়কের উভয় লেনে দীর্ঘ যানজট তৈরি হয়। খবর পেয়ে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে বিকেল ৫টার দিকে নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।

অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘আতাউর রহমান মুকুল বন্দরের দুবারের চেয়ারম্যান। তাঁর ওপর যেভাবে হামলা করা হয়েছে, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আলটিমেটাম দিচ্ছি। অন্যথায় বিএনপির নেতা-কর্মীরা আবার মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবে।’

এর আগে হামলার ঘটনায় আজ সকালে যুবদল নেতা মোস্তাকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় সোনারগাঁ বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলুসহ ১৮ জনকে।

মামলার অভিযোগে বলা হয়, হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের একটি কাজের চুক্তি স্বাক্ষর করতে যাওয়ার পথে বজলু ও তাঁর অনুসারীরা ১৫ লাখ টাকা দাবি করেন আতাউর রহমান মুকুলের কাছে। সেই টাকা না দেওয়ায় বাদী ও মুকুলকে মারধর এবং মুকুলের জামাকাপড় ছিঁড়ে সম্মানহানি ঘটান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান।’

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু