করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে এবার অন্তত দুই সপ্তাহ ‘পূর্ণ লকডাউন’ দেওয়ার সুপারিশ এসেছে। গত বুধবার রাতে কোভিড-১৯ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩০তম সভায় এ সুপারিশ করা হয়।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সই করা বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার এ তথ্য জানানো হয়।
সিটি করপোরেশন ও পৌরসভাগুলোয় ‘পূর্ণ লকডাউন’ এর সুপারিশ করেছে কমিটি। এই দুই সপ্তাহ শেষ হওয়ার আগে সংক্রমণের হার বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে বলে কমিটির সুপারিশে বলা হয়েছে।
এছাড়া কমিটি মনে করে, করোনা নিয়ন্ত্রণে জনস্বাস্থ্য সম্পর্কিত যে ১৮টি নির্দেশনা জারি করা হয়েছিল তা সঠিকভাবে মানা হচ্ছে না। এ কারণে আরও কঠোর হতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিইউ এবং অক্সিজেন সরবরাহে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। কিন্তু হাসপাতালের রোগী ভর্তির বাড়তি চাপের কারণে সক্ষমতা দ্রুত বাড়ানো দরকার।
কমিটি বলেছে, করোনা পরীক্ষা কেন্দ্রগুলোতে ভিড় বেশি। পরীক্ষা করাতে ও ফল পেতে সময় লাগছে। টেস্ট করাতে যারা আসছেন তাদের অধিকাংশই বিদেশগামী। এই প্রবাসী কর্মজীবী মানুষেরা ছাড়া অন্যরা বেসরকারি পরীক্ষাকেন্দ্রে নমুনা পরীক্ষা করতে পারলে সরকারি পরীক্ষাগারের ওপর চাপ কমে আসবে। এতে দ্রুত ফল পাওয়া যাবে এবং করোনা রোগীকে আইসোলেশনে রাখা সম্ভব হবে।
তাদের সুপারিশের মধ্যে টিকা কার্যক্রমের কথাও উল্লেখ রয়েছে। বলা হয়েছে, দেশে টিকা কার্যক্রম ফলপ্রসূ হয়েছে। এই কর্মসূচি অব্যাহত রাখতে হবে।
টিকা সরবরাহ নিশ্চিত করতে সুনির্দিষ্ট নীতিমালা করে বেসরকারি ব্যবস্থাপনায় আমদানি করার পুনরায় সুপারিশ করেছে কমিটি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ডিএনসিসি হাসপাতাল আগামী সপ্তাহের মধ্যে চালু হবে বলেও জানিয়েছে কমিটি।
উল্লেখ্য, রাজধানীর মহাখালীর ডিএনসিসি মার্কেটকে ৫০০ শয্যার নগর হাসপাতালে রূপান্তর করা হচ্ছে।