নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাজাপ্রাপ্ত সাময়িক বরখাস্ত হওয়া ডিআইজি প্রিজন বজলুর রশিদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত জামিন দেন।
বজলুর রশিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। তিনি বলেন, ওই দিন থেকে আপিল শুনানি শুরু হবে।
গত বছরের ২৩ অক্টোবর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বজলুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। পরে ২ নভেম্বর বজলুর রশীদ কারাদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। পাশাপাশি জামিনের আবেদন করেন তিনি।