হোম > সারা দেশ

অ্যাপে দেখা যাবে বিটিভি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: পৃথিবীর যেকোনো জায়গায় বসে এখন থেকে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান দেখা যাবে। সরকারি এই সম্প্রচার মাধ্যম তাঁদের অ্যাপ চালু করেছে।

আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ সচিবালয়ে এক অনুষ্ঠানে বিটিভির অ্যাপের উদ্বোধন করেন।

এসময় সম্প্রচার মন্ত্রী বলেন, 'পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এখন বিটিভি দেখা যাবে। মানুষের এখন ব্যস্ততা বেড়ে গেছে। এখন সময় করে আর প্রতিদিন টিভির সামনে সবাই বসতে পারেন না। সবার হাতেই এখন মোবাইল ফোন। যুগের সাথে তাল মিলিয়ে বিটিভি অ্যাপ চালু করেছে, এটি প্রশাংসার দাবি রাখে।'

ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্র এবং ১৪টি উপকেন্দ্রের মাধ্যমে বর্তমানে বিটিভির সম্প্রচার কার্যক্রম চলছে। আরও ছয়টি বিভাগীয় শহরে আগামী দুই বছরের মধ্যে বিটিভির ছয়টি কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

এক প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ঈদের পরে লকডাউন বাড়বে কিনা সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানাবে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে দিনের পর দিন লকডাউন দিয়ে রাখার প্রয়োজন নেই।

বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন বলেন, বিটিভিকে আরও বেশি মানুষের কাছে নিতে এই অ্যাপ তৈরি করা হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

হাজতখানায় ‘বেয়াইখানা’ ৫ পুলিশ সদস্য বদলি

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

খাদ্যের বস্তা কেনায় দুর্নীতির অভিযোগ

ঝিনাইদহে ৪ অবৈধ ইটভাটায় অভিযান, ২০ লাখ টাকা জরিমানা

ছিনতাই হওয়া পিকআপসহ যুবদল নেতা গ্রেপ্তার

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় নারী নিহত

শ্বশুরবাড়ি যাবেন তারেক রহমান, রান্না হচ্ছে চল্লিশ হাঁড়ি আখনি

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ