হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর অভিযোগে শাহপরান কারাগারে

 কুমিল্লা প্রতিনিধি 

আদালতের আদেশের পর শনিবার দুপুরে শাহপরানকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।

র‍্যাবের অভিযানে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, শাহপরান ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শনিবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আদালতে হাজিরের সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেননি। তবে রোববার রিমান্ড চাওয়া হতে পারে।

গত ২৬ জুন রাতে মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে এক নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই ঘটনায় ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণের মামলাও হয়।

এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফজর আলী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বাকি চার আসামি—সুমন, রমজান, আরিফ ও অনিক—রিমান্ডে রয়েছেন। শাহপরানকে শনিবার কারাগারে পাঠানো হলো।

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ