হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে পোশাক কারখানা বন্ধ, শ্রমিক বিক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার শ্রমিকদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করায় শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। মঙ্গলবার সকালে গাজীপুরা সাতাইশ এলাকার বেইস ফ্যাশনস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে। শ্রমিকেরা উত্তেজিত হয়ে গাজীপুরা-সাতাইশ শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন।

‎পুলিশ জানায়, বেইস ফ্যাশনস কারখানায় প্রায় ৮০০ শ্রমিক কাজ করতেন। গত রোববার কারখানা কর্তৃপক্ষ অসদাচরণের অভিযোগ এনে এক শ্রমিককে ছাঁটাই করেন। এতে কারখানাটির অন্য শ্রমিকেরা সোমবার দিনভর কারখানার ভেতর কর্মবিরতি পালন করেন। পরে বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা ছেড়ে চলে যান।

‎পরদিন মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে কারখানাটির প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বেলা বাড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা গাজীপুরা-সাতাইশ আঞ্চলিক শাখা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিক প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন। দুপুরে শ্রমিকেরা সড়ক ছেড়ে আবার কারখানার সামনে অবস্থান নেন।

‎বেইস ফ্যাশনস লিমিটেড কারখানার মালিক এহতেরাব হোসেন বলেন, কারখানায় শ্রমিকদের কোনো বেতন-ভাতা বকেয়া নেই। অসদাচরণ করলে কারখানা কর্তৃপক্ষ যে কাউকেই ছাঁটাই করতে পারে। ‎

‎গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, দিনভর কারখানার সামনে অবস্থান শেষে মঙ্গলবার বিকেলে বিক্ষুব্ধ শ্রমিকেরা চলে যান। বিষয়টি সমাধান করতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কারখানামালিক তাঁর নেওয়া সিদ্ধান্তে অনড় থাকবে বলে জানিয়েছেন।

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

খুলনা সিআইডির সদর দপ্তরে অগ্নিকাণ্ড

খুলনায় পুলিশের ধাওয়া খেয়ে ঠিকাদারের বাড়িতে গুলি ছুড়ল সন্ত্রাসীরা

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার