হোম > সারা দেশ

আগামীকাল থেকে দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক

আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান টিকা প্রয়োগ কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া। সারা দেশে এক হাজারের বেশি সেন্টারে এ কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন বুধবার (৭ এপ্রিল) আজকের পত্রিকাকে বলেন, প্রথম দিন লাখের বেশি টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। টিকা পেতে সঙ্গে আনতে হবে টিকা কার্ড। শুধুমাত্র ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত টিকা নেওয়া যাবে। তবে রমজানে সূচির কিছুটা পরিবর্তন হতে পারে।

তিনি বলেন, যে টিকা আছে তাতে দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। শেষ না হতেই আশা করা হচ্ছে ভারতের সঙ্গে চুক্তিকৃত বাকি টিকা চলে আসবে।

সোমবার (৫ এপ্রিল) প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধ হওয়ার কথা থাকলেও পরে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, দ্বিতীয় ডোজ চলাকালীন প্রথম ডোজের জন্য নিবন্ধনকারীরা চাইলে টিকাও নিতে পারবেন।

এর আগে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে দ্বিতীয় ডোজের টিকা পৌঁছে দেওয়া হয়েছে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার টিকা গ্রহণ করে। আর পুরো কাজটি করছে টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যালস।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই নারীর