হোম > সারা দেশ

সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সমুদ্রে ডুবে মারা যাওয়া সিফাত। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৮ ঘণ্টা পর সিফাত (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র উপকূল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সিফাত কক্সবাজারের উখিয়া থানার সেফট আলী এলাকার আমান উল্লাহর ছেলে। সে বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে ঢালাই শ্রমিক হিসেবে কাজ করত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে সিফাত তার সহকর্মী ও বন্ধু মোবারককে সঙ্গে নিয়ে ঘুরতে যায় বাঁশবাড়িয়া ফেরিঘাটে। এ সময় তারা দুজনে সমুদ্রে গোসলে নামে। সিফাত সাঁতরে সাগরে থাকা একটি ফেরির দিকে যাওয়ার চেষ্টা করলে হঠাৎ তীব্র স্রোতের মুখে পড়ে তলিয়ে যায়।

ঘটনার পর ফেরিঘাটে থাকা লোকজন সিফাতকে উদ্ধারের চেষ্টা চালান। তবে প্রবল স্রোতের কারণে তাঁরা ব্যর্থ হন। পরে স্থানীয়রা বিষয়টি কুমিরা ফায়ার সার্ভিসকে জানালে তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এর পরও স্রোতের তীব্রতার কারণে নিখোঁজ কিশোরকে খুঁজে পাওয়া যায়নি।

সমুদ্রে ডুবে যাওয়া সিফাতকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ছবি: আজকের পত্রিকা

পরে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং রাতভর উদ্ধার তৎপরতা চালায়। রাত ২টা থেকে ৫টা পর্যন্ত উত্তাল ঢেউ ও জোয়ারের কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রোববার সকাল থেকে আবারও অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। সকাল ১০টার দিকে বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন সমুদ্র উপকূলে সিফাতের মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়।

কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ফিরোজ জানান, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও তাদের ইউনিট যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। উত্তাল সাগর ও জোয়ারের কারণে অভিযান চালাতে বেগ পেতে হয়।

শেরপুরে বাবার হাতে শিশুকন্যা নিহত, আরেক সন্তান আহত

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

পৌর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে জামালপুরে রেলপথ অবরোধ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

শেরপুর-২ আসনে ফাহিম চৌধুরীর মনোনয়ন জটিলতা নিরসনে দোয়া ও মিলাদ

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরে জামায়াত-বিএনপির সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, আসামি ৩৮৭