হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে ঘরে ঝুলছিল নারী পোশাককর্মীর লাশ, পাশে ‘প্রেমিক’কে লেখা চিরকুট

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধি

লাশের পাশে পাওয়া চিরকুট। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বদ্ধ ঘরে ঝুলছিল তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের লাশ। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার জৈনা বাজার এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বহুতল ভবনের দোতলা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় প্রেমিককে লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

তানজিলা উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় গ্রামের মো. তাজউদ্দিনের মেয়ে। তিনি পাশের জৈনা বাজার এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের তালা ভেঙে ওই পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পাশেই ছিল একটি চিরকুট। কয়েক মাস ধরে তিনি এই বাসায় থাকতেন। বাড়ির মালিক জানিয়েছেন, মাঝেমধ্যে একটি ছেলে স্বামী পরিচয়ে বাসায় আসতেন। তবে স্বজনদের দাবি, তাঁর স্বামী নেই। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পাশে পড়ে থাকা চিরকুটে লেখা রয়েছে, ‘আমি নিজের ইচ্ছাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। তার জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো কারণ না। কারণ আমি এমন একজনকে ভালোবাসি, না পারি তাকে কিছু বলতে, না পারি কিছু করতে। আমি চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নাই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি তানজিলা। ভালো থেকো তুমি তুমার মহারানী তানিয়াকে নিয়ে।’

শ্রীপুরে চোর ধরতে গিয়ে পরিত্যক্ত ঘরে মিলল নিখোঁজ ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

‘কোম্পানির লোকেরাই আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে’

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

ঢাকার পথে ওসমান হাদির পরিবার

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫

বিয়ের তিন বছরের মাথায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

ওসমান হাদির মরদেহ পৌঁছাবে সন্ধ্যা ৬টায়: ইনকিলাব মঞ্চ