মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে।
আজ রোববার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।
স্থানীয় একটি দৈনিক পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গ্রন্থাগারিক আজিজুল হক সুমন ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস পান্না।
এর আগে গত ২০ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।