হোম > সারা দেশ

টিকা উৎপাদনে এখনো কাউকে অনুমোদন দেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চীনের সিনোফার্মের টিকা উৎপাদনে ইনসেপ্টাকে অনুমতি দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর– বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।

এ বিষয়ে মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চীনের টিকা উৎপাদনে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।

এর আগে আজ রোববার দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের টিকা তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। চলতি মাসেই যার উৎপাদন শুরু হবে। তবে এ বিষয়ে অধিদপ্তর আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে।

এর আগে গত ২৯ এপ্রিল জরুরি ভিত্তিতে চীনের সিনোফার্মের টিকা ব্যবহারে অনুমোদন দেয় সরকার। এর পরপরই গত বৃহস্পতিবার দেশটি থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা কিনতে চিঠি দেওয়া হয়েছে। তবে সেই টিকা চলতি বছর পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

টিকা আমদানি ও উৎপাদনে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি টিকা কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অথবা দেশীয় কোনো ফার্মাসিটিক্যালের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করা যাবে। এসব কিছু হবে জি টু জি ভিত্তিতে। এর মধ্যে দেশে বেসরকারি তিনটি কোম্পানি টিকা উৎপাদনে সক্ষম বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। কোম্পানিগুলো হচ্ছে– ইনসেপ্টা, পপুলার এবং হেলথ কেয়ার। এর মধ্যে প্রাথমিকভাবে ইনসেপ্টাকে পছন্দের তালিকায় রাখার কথা সম্প্রতি জানিয়েছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে-পিটিয়ে আসামি ছিনতাই, আটক ১

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

শরীয়তপুরে আলোচিত শিশু নিবিড় হত্যা মামলার ২ আসামির মৃত্যুদণ্ড