হোম > সারা দেশ

টিকা উৎপাদনে এখনো কাউকে অনুমোদন দেয়নি সরকার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: চীনের সিনোফার্মের টিকা উৎপাদনে ইনসেপ্টাকে অনুমতি দিল ঔষধ প্রশাসন অধিদপ্তর– বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এমন খবর সত্য নয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান।

এ বিষয়ে মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চীনের টিকা উৎপাদনে কাউকে অনুমোদন দেওয়া হয়নি। বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়।

এর আগে আজ রোববার দেশের প্রথম সারির সংবাদমাধ্যমগুলোতে মাহবুবুর রহমানের উদ্ধৃতি দিয়ে বলা হয়, দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টাকে চীনের টিকা তৈরির অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। চলতি মাসেই যার উৎপাদন শুরু হবে। তবে এ বিষয়ে অধিদপ্তর আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন ডেকেছে।

এর আগে গত ২৯ এপ্রিল জরুরি ভিত্তিতে চীনের সিনোফার্মের টিকা ব্যবহারে অনুমোদন দেয় সরকার। এর পরপরই গত বৃহস্পতিবার দেশটি থেকে পাঁচ লাখ ডোজ টিকা উপহার পায় বাংলাদেশ। পরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, চীন থেকে চার থেকে পাঁচ কোটি ডোজ টিকা কিনতে চিঠি দেওয়া হয়েছে। তবে সেই টিকা চলতি বছর পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

টিকা আমদানি ও উৎপাদনে রাশিয়া ও চীনের সঙ্গে চুক্তি করেছে সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সরাসরি টিকা কেনার পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে অথবা দেশীয় কোনো ফার্মাসিটিক্যালের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন করা যাবে। এসব কিছু হবে জি টু জি ভিত্তিতে। এর মধ্যে দেশে বেসরকারি তিনটি কোম্পানি টিকা উৎপাদনে সক্ষম বলে মনে করছে স্বাস্থ্য বিভাগ। কোম্পানিগুলো হচ্ছে– ইনসেপ্টা, পপুলার এবং হেলথ কেয়ার। এর মধ্যে প্রাথমিকভাবে ইনসেপ্টাকে পছন্দের তালিকায় রাখার কথা সম্প্রতি জানিয়েছিলেন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

মধ্যরাতে নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিভল ভোরে

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ

লক্ষ্মীপুরে মাদকসেবীদের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা