হোম > সারা দেশ > বরগুনা

বরিশালে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

বরিশালে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজন মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই সময়ে নতুন করে ১০৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন আব্দুল করিম (৫০) ও ইউসুফ খন্দকার (৭০)।

আব্দুল করিম বরগুনার বেতাগীর কালিকাবাড়ির বাসিন্দা ছিলেন। তিনি গত মঙ্গলবার বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইউসুফ খন্দকারের পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালীর বাসিন্দা ছিলেন। তিনি গতকাল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জানা গেছে, বরিশালের ছয় জেলার মধ্যে ডেঙ্গুর হটস্পট বরগুনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেশি। চলতি বছর বিভাগজুড়ে মোট আক্রান্ত ৪ হাজার ৩০৫ জনের মধ্যে বরগুনার বাসিন্দাই ২ হাজার ৬৩২ জন। মারা গেছেন ১১ জন। তাদের মধ্যে বরগুনার ৬ জন। এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ভর্তি হয়। এ ছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় চারজন। পটুয়াখালীর একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একজন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে তিন, ভোলা সদর হাসপাতালে এক, বরগুনায় ৭০ জন ভর্তি হয়েছে। ঝালকাঠি ও পিরোজপুরে ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। একই সময়ে ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত যত রোগী ভর্তি হয়েছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশি। কারণ, অনেকে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। সেই সংখ্যা আমাদের কাছে থাকলে সবাই বুঝত, ডেঙ্গু কত ভয়াবহ আকার ধারণ করেছে।’

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ