হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় যুবলীগ নেতা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় কারাগারে বন্দী যুবলীগ নেতা তরিকুল ইসলাম রিপন তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাঁকে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি দেন।

গাজীপুর জেলা কারাগার সূত্র জানায়, আদেশ প্রাপ্তির পর কারা কর্তৃপক্ষ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন যুবলীগ নেতা রিপন।

গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রীপুর থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলা তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

ভুক্তভোগী যুবলীগ নেতা মো. তরিকুল ইসলাম রিপন (৪৫) উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি মাওনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

গাজীপুর জেলা পুলিশের উপপরিদর্শক ফিরোজ আহমেদ বলেন, বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টার প্যারোলে মুক্তির নির্দেশনা পেয়ে তাঁকে নিরাপত্তা দিয়ে মায়ের মরদেহ দেখতে এবং জানাজা পড়ার সুযোগ করে দেওয়া হয়।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, প্যারোলে মুক্তির আদেশ পেয়ে তরিকুল ইসলামকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতার মা নূরুন্নাহার মারা যান।

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩