হোম > সারা দেশ > ফরিদপুর

ছোট ভাইকে পানিতে ডুবতে দেখে বোনের ঝাঁপ, প্রাণ গেল দুজনেরই

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: আজকের পত্রিকা

ছোট ভাইকে পুকুরের পানিতে ডুবে যেতে দেখে প্রাণ বাঁচাতে ছুটে গিয়েছিল বড় বোন। কিন্তু ডুবে যায় বোনও। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন। মৃত ওই দুই ভাই-বোনের নাম তানহা ইসলাম (৭) ও আবু তালহা (৫)।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু দুটি মায়ের সঙ্গে ওই গ্রামের নানা মতিয়ার মাতুব্বরের বাড়িতে বেড়াতে এসেছিল। তারা বোয়ালমারী উপজেলার সুমন শেখের সন্তান। বাবা সুমন শেখ পরিবার নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করেন।

নানা মতিয়ার মাতুব্বর জানান, তানহা ও আবু তালহা গতকাল বুধবার তাদের মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। আজ সকাল ১১টার দিকে আবু তালহা কয়েকজন শিশুর সঙ্গে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পানিতে ডুবে যায়। বোন তানহা দেখতে পেয়ে তাকে বাঁচাতে নিজে পানিতে ঝাঁপিয়ে পড়ে। এ সময় সেও ডুবে যায়।

খবর পেয়ে তাদের দুজনকে পানি থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের অবতারণা হয় হাসপাতাল চত্বরে।

জানতে চাইলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাকিলা আজাদ বলেন, ‘শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। তারপরও ইসিজি করে কনফার্ম হয়েছি। তারা মারা গেছে। পরে পরিবারের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইশারত হোসেন বলেন, শিশু দুটি আপন ভাই-বোন। মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাতিয়ায় ধরা পড়ল ৪০ কেজি ওজনের কচ্ছপ, মেঘনায় অবমুক্ত

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তার গাড়িতে ডাকাতি, আহত ২

টাঙ্গাইলে মনোনয়নপত্র বাছাইয়ে দুই নারী প্রার্থীর কেউই টেকেননি

সুন্দরবনে মাসুম বাহিনীর ৬ সদস্য আটক, উদ্ধার হওয়া পর্যটকেরা সুস্থ

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা