হোম > সারা দেশ

ফরিদপুরের পদ্মায় ধরা পড়ল ৩৪ কেজির বাগাড়

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরশালেপুরে পদ্মা নদীতে এক জেলের বেড়জালে ধরা পড়ল ৩৪ কেজি ওজনের বাগাড় মাছ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চরশালেপুর পদ্মা নদীতে এটি ধরা পড়ে। 

জানা যায়, আজ সকালে উপজেলার চরশালেপুর পদ্মা নদীতে শান্ত হালদার (৫০) নামে এক জেলে তাঁর দলবল নিয়ে নদীতে বেড়জাল ফেলেন। পরে জাল তুলতে গিয়ে এই বড় আকারের মাছটি তাঁদের নজরে আসে।

শান্ত হালদার জানান, মাছ ধরার জীবনে এত বড় মাছ এবারই প্রথম পেয়েছেন তিনি। মাছ জাল থেকে তুলে চরভদ্রাসন বাজারে নিলে গাজীরটেক ইউনিয়নের বিন্দু ডাঙ্গী গ্রামের মাছ ব্যবসায়ী রিপন হালদার ৩৭ হাজার টাকা দিয়ে কিনে নেন।

মাছ ব্যবসায়ী রিপন হালদার বলেন, `মাছটি বাজারে আসার পরে অনেকেই তা দেখতে আসে। আমি সাহস করে মাছটি কিনে ২০ ভাগ করে বিক্রি করে দিয়েছি।'

চরভদ্রাসন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, সম্প্রতি পদ্মার পানি কমতে শুরু হওয়ার পর থেকেই নদীতে বড় বড় মাছের দেখা মিলছে। তিনি বলেন, যেহেতু গত মাসেজুড়ে পদ্মায় জেলেরা জাল ফেলেননি, সে কারণে বড় মাছগুলো অবাধে বিভিন্ন জায়গায় ছড়িয়েছে। বাগাড় মাছ পুষ্টিকর এবং খেতে বেশ সুস্বাদু।

মামলা ছাড়া পুলিশের হাতে আটক সাবেক ইউপি সদস্য, অসুস্থ হওয়ায় হাসপাতালে ভর্তি

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

নিরাপত্তার আশ্বাস দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, দুই আনসার সদস্য আটক

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

নেত্রকোনায় ৬ পিকআপভর্তি ৩২ ভারতীয় গরু জব্দ, আটক ১

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চিরিরবন্দরে নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের লাশ উদ্ধার

নাফ নদীর তীরে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশি যুবকের পা

শোবার ঘরে গৃহবধূর মরদেহ, স্বামীর হদিস নেই