হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ককটেল ফাটিয়ে ও গুলি চালিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর বাসন থানায় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণ করে ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিং (রকেট) এজেন্টের দুটি শাখার প্রায় ২৪ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আটজনকে আসামি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে মহানগরীর বাসন থানাধীন আউটপাড়া এলাকায় প্রকাশ্যে ককটেল ফাটিয়ে ও গুলি চালিয়ে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট হাসিন এন্টারপ্রাইজের ম্যানেজার আজিজুল হাসান বাদী হয়ে রোববার দিবাগত রাত ৩টার দিকে বাসন থানায় মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার বিকেল ৪টার দিকে হাসিন এন্টারপ্রাইজের কর্মী এস এম হাবিবুর রহমান ও মো. সোহরাব দুটি ব্যাগে মোট ২৪ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা নিয়ে মোটরসাইকেলে ডাচ্‌-বাংলা ব্যাংকের চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। আউটপাড়া এলাকায় কাজীমুদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের গেটসংলগ্ন এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা এক ব্যক্তি ককটেল বিস্ফোরণ ঘটান। এরপর তিনটি মোটরসাইকেলে করে আরও সাতজন এসে পথরোধ করেন।

এ সময় ছিনতাইকারীরা দুই কর্মীকে হত্যার হুমকি দিয়ে মারধর করে এবং দুটি ফাঁকা গুলি ছুড়ে দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত এস এম হাবিবুর রহমান ও মো. সোহরাবকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ছিনতাইকারীদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তারা হেলমেট, মাস্ক ও ক্যাপ পরিহিত ছিল এবং গাজীপুর-ঢাকার স্থানীয় ভাষায় কথা বলছিল।

মামলার বাদী আজিজুল হাসান বলেন, দুটি এজেন্ট শাখার টাকা একসঙ্গে ব্যাংকে জমা দিতে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। লুণ্ঠিত টাকা উদ্ধার ও দায়ীদের গ্রেপ্তারের জন্য পুলিশের সহযোগিতা চাই।

গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ছিনতাইকারীরা হেলমেট ও মাস্ক পরিহিত ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ভোলায় বিএনপি ও জামায়াত কর্মীদের পাল্টাপাল্টি হামলা, আহত ১৫

শ্রীপুরে পৌরসভার ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে কারখানার নিরাপত্তা প্রহরীর মৃত্যু

ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল যাত্রীবাহী বাস, নিহত ৩

স্ত্রী-সন্তানের মৃত্যু: বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের জামিন

যাঁরা আগে আ.লীগ করতেন, তাঁদের ভুল নিশ্চয়ই ভেঙেছে: সালাহউদ্দিন আহমদ

বরিশালে গভীর রাতে তরুণীর আত্মহত্যা

আবেদ আলীর ছেলে সিয়াম ৪ দিনের রিমান্ডে

গাজীপুরে ট্রেনের নিচে দুই শিশুকে নিয়ে ঝাঁপ মায়ের, প্রাণ গেল তিনজনেরই

কুমিল্লা-৪: বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল শুনানি পেছাল

ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারিসহ অর্ধশতাধিক নেতা-কর্মীর জামায়াতে যোগদান