হোম > সারা দেশ

গুটিকয়েক লোকের কারণে আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে মোকাবিলা করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: টিকা চুক্তি নিয়ে বাংলাদেশ সরকারের লুকানোর কিছু নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে আমরা বালিশ–কাণ্ডের ঘটনা দেখেছি, সাহেদ–কাণ্ডের ঘটনা প্রকাশ পেয়েছে, সুপারিগাছ–কাণ্ডের অপরাধ প্রকাশিত হয়েছে। সাংবাদিক রোজিনা ইসলামের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। গুটিকয়েক লোকের আচরণের জন্য আমাদের এখন আন্তর্জাতিক সম্প্রদায়কে মোকাবিলা করতে হবে। আমরা এমন ঘটনা কখনোই আশা করি না।’

এর আগে গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন, রাশিয়ার সঙ্গে নন-ডিসক্লোজার চুক্তি বা গোপনীয়তা রক্ষার শর্তে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এসব চুক্তি জনসমক্ষে এলে দেশের জনগণ ভ্যাকসিন না–ও পেতে পারেন।

ওই দিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, রোজিনা ইসলামকে তাঁর প্রতিবেদনের জন্য গ্রেপ্তার করা হয়নি। বরং টিকাসংক্রান্ত গোপন তথ্য নেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করার সময় সরকারি অফিস থেকে তথ্য চুরির অভিযোগে করা মামলায় গ্রেপ্তারের পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টার বেশি সময় অবরোধ করে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে না নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। রাত পৌনে ১২টায় পুলিশ জানায়, রোজিনার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. মো. শিব্বির আহমেদ উসমানী এই মামলা করেন।

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

শরীয়তপুরের ৩ আসন: আওয়ামী লীগের ঘাঁটি দখলে মরিয়া বিএনপি-জামায়াত

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

সেলিম ওসমানকে গ্রেপ্তারে অভিযান চালিয়েছে পুলিশ

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানার বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন