হোম > সারা দেশ > খুলনা

মিছিলের ছবি দেখে খুলনায় আ.লীগের ৪০ নেতা–কর্মী গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি

খুলনার জিরো পয়েন্ট এলাকায় আজ রোববার সকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল করেন। ছবি: সংগৃহীত

ঝটিকা মিছিলের ছবি দেখে খুলনায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৪০ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহম্মদ শাহনেওয়াজ।

আজ সোমবার মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত রয়েছে আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে গতকাল রোববার মহানগরীর জিরো পয়েন্ট মোড়ে, দুপুরে বয়রা মহিলা কলেজ সড়কে ও বিকেলে বাইপাস সড়কসংলগ্ন শহীদের মোড়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা ঝটিকা মিছিল বের করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতে জড়িত থাকার অভিযোগে নগরীর হরিণটানা, খালিশপুর ও আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক তিনটি মামলা রুজু করা হয়েছে। মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশি অভিযান চালায়। অভিযানে আজ সকাল পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৯ জন নেতা–কর্মীকে আটক করা হয়।

মিছিলের ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা–কর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি ও নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারেন, সে জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।

বারি লাউ-৪ চাষে সফলতা রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের

হাদিকে গুলি: ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

চায়না কমলা চাষে বাজিমাত এমরানের, মাল্টাতেও মিলছে সাফল্য

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

বরিশালের ৬ আসন: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি