হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরে বেড়াতে এসে মাদক সেবন, পাঁচ তরুণকে কারাদণ্ড ও জরিমানা

মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রতীকী ছবি

সুনামগঞ্জের তাহিরপুর ও মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবনের অভিযোগে পাঁচ তরুণকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে মধ্যনগর উপজেলার উবদাখালী নদীতে অবস্থানরত একটি হাউজবোটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মধ্যনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

দণ্ডপ্রাপ্তরা হলেন ময়মনসিংহ জেলার নালিতাবাড়ীর তাহসিন আহমেদ (২৫), ময়মনসিংহ শহরের চরপাড়ার ইশাক হোসেন শান্ত (২৩), বাউন্ডারি রোডের আনাফ রাজিন (২৪), আউটার স্টেডিয়াম রোডের নাসির হোসাইন (২৬) এবং সানকিপাড়ার আহমেদ মাহফুজ (২৪)। তাঁরা সবাই ময়মনসিংহের আনন্দমোহন কলেজের স্নাতকের (অনার্স) শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসা একটি হাউসবোটে কয়েক তরুণকে মাদক সেবন করতে দেখে স্থানীয় একজন উপজেলা প্রশাসনকে খবর দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাঁজা সেবনের সরঞ্জামসহ পাঁচজনকে আটক করে দণ্ড দেওয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে তাঁদের প্রত্যেককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

অভিযানে মধ্যনগর থানার পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় তাঁদের দণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।’

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি

মৌলভীবাজার-৪ আসনে বাবা ধানের শীষের প্রার্থী, ছেলে স্বতন্ত্র

বাড়ির মালিককে কামড়ে পালানোর চেষ্টা চোরের, দুজনেই হাসপাতালে

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু