হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় বক্তৃতাকালে বুকে ব্যথা, হাসপাতালে নিতে নিতেই ভিপি কাদেরের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তব্য দেন আব্দুল কাদের। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরায় এবি পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভায় বক্তৃতাকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জেলা কমিটির আহ্বায়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের (৫৫) মারা গেছেন। তিনি পুরাতন সাতক্ষীরার ডাংগীপাড়ার ইসহাক আলী মাস্টারের ছেলে। একসময় সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে ছিলেন তিনি।

এবি পার্টি সাতক্ষীরা জেলা কমিটির সদস্যসচিব আলমগীর হুসাইন জানান, শনিবার বিকেল সাড়ে ৪টায় সাতক্ষীরা শহরের লেকভিউসংলগ্ন তুফান কনভেনশন সেন্টারে জাতীয় ও স্থানীয় নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সূচনা বক্তৃতাকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে শুইয়ে পানি দিলে তিনি সেখানে নিথর হয়ে যান। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহসানুল কাদির জানান, আব্দুল কাদেরকে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তিনি আগেই হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

আব্দুল কাদেরের স্ত্রী সেলিনা খাতুন জানান, আব্দুল কাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ও সদালাপী একজন ব্যক্তি ছিলেন। তিনি ১৯৮৯-৯০ সালে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদে ইসলামী ছাত্রশিবির থেকে নির্বাচন করে সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ