হোম > সারা দেশ > পিরোজপুর

বিদ্যালয়-মাদ্রাসার পাশে করাতকল বসানোর অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য বিএনপি নেতার

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

বর্তমান ইউপি সদস্যের বসতঘর ঘেঁষে করাতকল বসানোর প্রক্রিয়া চলছে। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পাশে এবং বর্তমান ইউপি সদস্যের বসতঘর ঘেঁষে করাতকল (স মিল) বসানোর অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সদস্য।

ঘটনাটি ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের। অভিযোগকারী মো. জহিরুল ইসলাম স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত বর্তমান ইউপি সদস্য। তিনি জানান, যেখানে করাতকল বসানো হচ্ছে, সেই জমিটি তাঁদের ভোগদখলীয়। বিষয়টি নিয়ে বারবার বাধা দিলেও অভিযুক্ত সাবেক মেম্বার শাহাদাৎ হোসেন করাতকল স্থাপন অব্যাহত রেখেছেন। বাধ্য হয়ে জহিরুল ইসলামের ছোট ভাই মো. জুয়েল পিরোজপুর কোর্টে ৪৪/৪৫ ধারায় মামলা করেন।

জহিরুল ইসলাম বলেন, ‘আমার বসতঘরের পাশেই করাতকল বসানো হচ্ছে। অপর পাশে একটি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা। এতে পরিবেশের ক্ষতি তো হচ্ছেই, আমাদের নিরাপত্তাও হুমকির মুখে। পুলিশ এসে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু শাহাদাৎ মেম্বার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও কাজ চালু রেখেছেন।’

বিষয়টি জানতে ফোন করা হলে শাহাদাৎ হোসেন বলেন, ‘জহির মেম্বারের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে।’ তবে শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতঘরের পাশে করাতকল বসানো-সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে যান তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি আমাকে চিনেন? আমি এলাকায় একটানা ১৩ বছর মেম্বার ছিলাম। এখন বিএনপির ইউনিয়ন সদস্যসচিব।’

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা বন বিভাগের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, ‘পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান বা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্থানের ২০০ মিটারের মধ্যে করাতকল স্থাপন নিষিদ্ধ। এ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন বলেন, ‘আদালতের নির্দেশে উভয় পক্ষকে শান্তি বজায় রাখতে বলা হয়েছে এবং করাতকলের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও কেউ নির্দেশনা অমান্য করলে আদালতকে জানানো হবে।’

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

মানিকগঞ্জে বিআইডব্লিউটিএর নতুন গোডাউনে আগুন, আহত ৩

খুলনায় শ্রমিক শক্তির নেতাকে গুলি: সহযোগীসহ শুটার ঢাকাইয়া শামীম গ্রেপ্তার

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ