ঢাকা: ঈদ পরবর্তী শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার ঈদের দিন সকালে নিজ বাসভবন থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানানোর সময় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ঈদে গ্রামমুখী মানুষের বাধভাঙা জনস্রোত দেখা যাওয়ায় বিশেষজ্ঞেরা সংক্রমণ ও মৃত্যুর হারে নতুন ধাক্কা লাগার আশঙ্কা করছেন। ঈদের পর শহরমুখী জনস্রোত বড় উদ্বেগের কারণ হতে পারে। তিনি বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শকে উপেক্ষা করার মাশুল গুনতে হতে পারে। তাই সবাইকে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ স্মরণ রাখতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরতে হবে।'
এর আগে দেশবাসী তথা মুসলিম জাহানের প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করােনা আক্রান্তদের নিরাময় ও সুস্বাস্থ্য, এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি। সৌহার্দ্য-সম্প্রীতি সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায়
পবিত্র ঈদুল ফিতরে আমাদের মাঝে গড়ে উঠুক মহামারি করােনাসহ সকল সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পরিক ভ্রাতৃত্ববােধ, সামাজিক দায়বদ্ধতা ও করােনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হােক পবিত্র ঈদুল ফিতর।'
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এবারের ঈদ শেষ ঈদ নয়। অপেক্ষা করি পরবর্তী সকালের, বর্ণময় ঈদের।' এই দুঃসময়ে সম্মুখসারির করােনা যোদ্ধাদের আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে সবাইকে সাহসের সঙ্গে এ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, করােনা কাউকেই ছাড় দেয় না। তাই আসুন দলমত নির্বিশেষে এ করােনা সংকট থেকে উত্তরণে ঐক্যবদ্ধ হই এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।'