হোম > সারা দেশ

৭০ বছরের বৃদ্ধা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি এলাকাবাসীর

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে ৭০ বছরের এক বৃদ্ধ নারীকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ বুধবার সকালে উপজেলার দারোগা ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সোহেল, সাবেক ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, নিহত ব্যক্তির ছেলে মো. নজরুল ইসলাম, মো. সালাম হাজি, মো. রহিম হাজি, জয়নাল আবেদীন, অলিউল্লাহ সুলতানি, আরব আলী, দেলোয়ার হাজি, আবদুল মালেক, ফিরোজ মিয়া মো. রুবেল মিয়া, মো. মনির হোসেন, মো. জাকির হোসেন, শেফালি আক্তার, শিল্পী আক্তার, মর্জিনা আক্তার প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৃদ্ধ মমতাজকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার তিন মাস পার হলেও প্রকৃত হত্যাকারীর কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। বরং কালক্ষেপণ করে এ মামলার প্রকৃত আসামিদের পালানোর সুযোগ করে দিয়েছে। আমরা এ মামলা দ্রুত ডিবি বা পিবিআইর হস্তান্তরের দাবি জানাই।’ 

মানববন্ধনে নিহত ব্যক্তির ছেলে মো. নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ একজনকে আটক করেছে। আটক আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে এবং এ হত্যাকাণ্ডে কে কে জড়িত তাদের নামও বলেছে। কিন্তু তিন মাস অতিবাহিত হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমার মা বাড়িতে একা থাকতেন। তাঁকে এ সুযোগে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি জানাই। এ মামলাটি ডিবি পুলিশ অথবা পিবিআইয়ের তদন্তের দাবি জানাই।’ 

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিম জানান, এ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে যাদের নাম বলা হয়েছে তারা এখন পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

উল্লেখ্য, চলতি বছরের ৯ মার্চ রাতে মমতাজ বেগম নামে এক বৃদ্ধ নারীকে নিজ ঘরে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। 

খুলনা: দখল আতঙ্কে ৩২ পরিবার

রেলের জমি ভাড়া, নেপথ্যে নেতারা

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

শিক্ষক ও জনবলসংকটে ধুঁকছে বান্দরবান নার্সিং কলেজ

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে বিসমিল্লাহ ও আল্লাহর নাম পরাজিত হবে: কৃষক দল নেতা

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে খুবি শিক্ষককে শাস্তি