হোম > সারা দেশ

পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে খালে

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের ডাওরী বাজারের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে পড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভোলা-চরফ্যাশন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। 

জানা গেছে, ভোলা-চরফ্যাশন সড়কের প্রশস্তকরণ কাজ চলমান থাকায় সাময়িক সময়ের জন্য ওই ব্রিজ দেওয়া হয়েছিল। এর পাশেই নতুন করে বেইলি ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। 

স্থানীয়রা বলেন, আজ সকালের দিকে পাথরবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি খাদে পড়ে যায়। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে গেছে বলে ধারণা করছে পুলিশ। এদিকে, ব্রিজটি ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। কোনো বাস পারাপার হতে পারছে না। তাই বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন। 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিজটি মেরামতের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। 

শীতে ফুলের চারা উৎপাদনে ব্যস্ত নেছারাবাদের নদীতীরের গ্রামগুলো

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

‘সাংগঠনিক কমিটি ভেঙে দিলে, সেই কমিটির নেতৃত্বেই নির্বাচনী কমিটি গঠন করুন।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু