হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় সাপের ছোবলে ওঝার মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

সাপের ছোবলে ওঝার মৃত্যু। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সাপের ছোবলে লাল চান কর্মকার (৪৫) নামের এক ওঝার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাঁশতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ৮টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে সাপ ধরতে গেলে তাঁর বাম হাতে গোখরা সাপ ছোবল দেয়।

লাল চান কর্মকার একই এলাকার জগেন্দ্রনাথ কর্মকারের ছেলে। তিনি বিভিন্ন এলাকায় সাপ ধরে খেলা দেখাতেন।  

ইউপি সদস্য বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাচনাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জুয়েল মাস্টারের বাড়িতে শুনতে পান একটি সাপের কথা। ঘটনা শুনে সাপুড়ে লাল চান কর্মকার সাপটি ধরার জন্য ছুটে যান। সাপটি ধরতে গেলে সঙ্গে সঙ্গেই তাঁর হাতে ছোবল দেয়। তখনই তিনি তাঁর পাশে থাকা লোকদের বলেন, ‘এই বুঝি আমার শেষ!’ এর কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে পাশের উপজেলা মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বরিশাল গিয়ে সাপের ভ্যাকসিন দেওয়ার আধা ঘণ্টা পর বেলা আড়াইটার দিকে সাপুড়ে লাল চান কর্মকারের মৃত্যু হয়।

বসুন্ধরায় আইনজীবী হত্যা: গ্রেপ্তার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ইয়াবা-কাণ্ডে চট্টগ্রামে ৮ পুলিশ সদস্য বরখাস্ত

আইনজীবী হত্যার মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে ৩৫টি স্বর্ণের বার ছিনতাইয়ের অভিযোগ

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

পটিয়ায় স্কুলে শিক্ষার্থী ভর্তিতে আর্থিক লেনদেনের অভিযোগ

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

যশোরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার