হোম > সারা দেশ

বরিশালে মুজিববর্ষের সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী

৯ হাজার ৪০৮ জন মানুষ মিলে প্রদর্শন করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো। মঙ্গলবার বিকেল ৪টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে এ প্রদর্শনী করে বরিশাল সিটি কর্পোরেশন। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সর্ব বৃহৎ মানব লোগো।

গত ১ মাস ধরে এ প্রদর্শনীর প্রস্তুতি চলেছে। মূল লোগোর নিচে রাখা হয়েছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’। আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই লোগো প্রদর্শনীতে অংশ নেন।

এ মানব লোগোটির দৈর্ঘ্য ১ হাজার ৩৫০ ফিট ও প্রস্থ ১ হাজার ৮০০ ফিট। লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ বর্গফুট জুড়ে। এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক ও মুজিব কোট করা হয়েছে  ৪৮ ও ১,৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে। পুরো প্রদর্শনীতে প্রয়োজন হয়েছে ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেম। প্রতিটি ফ্রেম একেকজন তুলে ধরেছেন। এর বাইরেও মাঠের চারপাশে ছিলেন আরও ২ হাজার ৫৯২ জন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, গত ১ মাস ধরে প্রায় ১ হাজার শ্রমিক লোগোটির প্রস্তুতিতে দিনরাত শ্রম দিয়েছেন।

মানব লোগোটি নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিবে বলে আশা তাঁদের।

লক্ষ্মীপুরে মাদকসেবীদের হামলায় আহত কলেজছাত্রের মৃত্যু

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

শাকসু নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

কুমিল্লায় নিজ গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় চিরশায়িত হলেন র‍্যাব কর্মকর্তা মোতালেব

পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে চালের দাম ২০ টাকা বেড়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

প্রশাসনের অভিযানে ১০ নৌকা কেটে ধ্বংস

সড়কে গাড়িতে অতিরিক্ত ওজন পরিবহন করায় রাস্তা নষ্ট, ২ লাখ টাকা জরিমানা