হোম > সারা দেশ

বরিশালে মুজিববর্ষের সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী

৯ হাজার ৪০৮ জন মানুষ মিলে প্রদর্শন করল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর লোগো। মঙ্গলবার বিকেল ৪টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার বর্গফুট জায়গা জুড়ে এ প্রদর্শনী করে বরিশাল সিটি কর্পোরেশন। আয়োজকদের দাবি, এটি বিশ্বের সর্ব বৃহৎ মানব লোগো।

গত ১ মাস ধরে এ প্রদর্শনীর প্রস্তুতি চলেছে। মূল লোগোর নিচে রাখা হয়েছে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান ‘আমরাই গড়ব আগামীর বরিশাল’। আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা এই লোগো প্রদর্শনীতে অংশ নেন।

এ মানব লোগোটির দৈর্ঘ্য ১ হাজার ৩৫০ ফিট ও প্রস্থ ১ হাজার ৮০০ ফিট। লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ বর্গফুট জুড়ে। এছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক ও মুজিব কোট করা হয়েছে  ৪৮ ও ১,৯২০ স্কয়ার ফিট জায়গা জুড়ে। পুরো প্রদর্শনীতে প্রয়োজন হয়েছে ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেম। প্রতিটি ফ্রেম একেকজন তুলে ধরেছেন। এর বাইরেও মাঠের চারপাশে ছিলেন আরও ২ হাজার ৫৯২ জন।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, গত ১ মাস ধরে প্রায় ১ হাজার শ্রমিক লোগোটির প্রস্তুতিতে দিনরাত শ্রম দিয়েছেন।

মানব লোগোটি নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিবে বলে আশা তাঁদের।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

মেট্রোরেলের কার্ডের রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

গানে গানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

মানিকগঞ্জে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেঝেতে পড়ে ছিল নারীর লাশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী যুবক নিহত

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় অর্ধলাখ টাকা জরিমানা

যশোরে গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি অবৈধ কয়লার চুল্লি