হোম > সারা দেশ

ঈদে লঞ্চ চালাতে চান নৌ–শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলছে সরকার ঘোষিত লকডাউন। লকডাউনে যাত্রীবাহী নৌযান চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করে লঞ্চ চলাচলের দাবি জানিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।

আজ বুধবার দুপুরে লঞ্চ চলাচলের অনুমতির চেয়ে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।

এর আগে নৌযান শ্রমিকরা মতিঝিলে বিআইডব্লিউটিএ'র অফিসের সামনে বিক্ষোভ করেন। শ্রমিকরা বলেন, গত একমাসের লকডাউনে যাত্রীবাহী নৌযানে কর্মরত হাজার হাজার নৌ–শ্রমিক এবং নদী বন্দরগুলোর হাজার হাজার ঘাট শ্রমিকরা চরম দুরবস্থায় আছে। এসময় তাঁরা স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বল্প ভাড়ায় নৌযান চলাচলের অনুমতি দাবি করেন।

নৌ–শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, লকডাউন ঘোষণার পর থেকে শ্রমিকদের জন্য সরকার ও নৌযান মালিকদের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়নি। অনেক নৌযান মালিক মার্চ মাসের বেতনও এখন পর্যন্ত দেয়নি।

শ্রমিকদের দাবির বিষয়ে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মো. শাহ আলম ভুঁইয়া বলেন, বাস, ট্রেন ও লঞ্চ বন্ধ থাকলেও যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে। দেশের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে কোনরূপ বিধিনিষেধ নেই। সেজন্য শ্রমিকদের কথা বিবেচনা করে ঈদের আগে নৌযান চালু করার দাবি জানান তিনি। পাশাপাশি আগামী ১০ তারিখের আগেই শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার জন্য নৌযান মালিকদেরও তিনি অনুরোধ জানান।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার গত ৫ এপ্রিল থেকে বন্ধ রয়েছে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল। এই নির্দেশনা অব্যাহত থাকবে ১৬ মে পর্যন্ত। তবে লকডাউনে পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ২ ফার্মেসি মালিককে জরিমানা

শরীয়তপুরে বিস্ফোরণে আহত আরও এক যুবকের মৃত্যু, নিহত বেড়ে তিন

চাঁদাবাজির অভিযোগ, বহিষ্কৃত নেতাসহ তিনজন আটক

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ ঢোকার ১৭ বাংলাদেশি আটক

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার