হোম > সারা দেশ > কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

৩ কিলোমিটারের মধ্যে ৮ দুর্ঘটনা, আহত ১২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

ট্রাকের পেছনে ধাক্কা দিলে একটি প্রাইভেট কারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গতকাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ বাসস্ট্যান্ড থেকে জিংলাতলী পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় ৮টি দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এসব দুর্ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ভোর ৫টা থেকে এসব দুর্ঘটনা ঘটে। এতে উপজেলার শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে স্টার লাইন পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ কয়েকজন আহত হন। এর আধা কিলোমিটার দূরে একটি স্লিপার কোচ যানজটের কারণে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে যায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা পিকআপকে ধাক্কা দেয়। এতে কুমিল্লাগামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে ঢাকামুখী সড়কের জিংলাতলীর কাছে একটি মাইক্রোবাস ও প্রাইভেট কার এবং লেগুনাসহ চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন আহত হন। অন্যদিকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা প্রাইভেট কারকে ধাক্কা দিলে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে দাউদকান্দির শহীদনগর থেকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর পর্যন্ত প্রায় দীর্ঘ ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার বলেন, ঘন কুয়াশার কারণে ৩ কিলোমিটারের মধ্যে ৮টি দুর্ঘটনা ঘটে এই যানজটের সৃষ্টি হয়। পরে ৩টি রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নির্বাচনে অংশ নিচ্ছে না কৃষক শ্রমিক জনতা লীগ

ময়মনসিংহে মাজার ভাঙচুর ও মলমূত্র নিক্ষেপের ঘটনায় মামলা

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

ঝিনাইদহ-৪ আসন: রাশেদ খানকে নিয়ে ক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

যশোরে জোট নয়, বিএনপি থেকে প্রার্থীর দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ

দর্শনা সীমান্ত দিয়ে ‘ভারতের ওড়িশার’ ১৪ জনকে পুশ ইন

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে রেলপথ অবরোধ-আগুন, ট্রেন চলাচল বন্ধ