হোম > সারা দেশ

পাইকগাছায় শারীরিক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় এক শারীরিক প্রতিবন্ধীকে (৩০) ধর্ষণের অভিযোগে লিটু মণ্ডল (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষিতাকে ২২ ধারা জবানবন্দি শেষে আজ সোমবার সকালে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, গত শুক্রবার সকাল ৮টার দিকে সুভাষ মণ্ডলের ছেলে লিটু মণ্ডল হাঁস খোঁজার নাম করে প্রতিবন্ধীর বাড়িতে যান। এ সময় তাঁদের বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন লিটু। ধর্ষণ করে কাউকে না বলার জন্য চাপ সৃষ্টি করেন। মেয়ের মা বাড়িতে এলে মেয়ে তাঁকে সব বলেন। পরে ধর্ষণের শিকার ওই মেয়ের ভাই বাদী হয়ে লিটু মণ্ডলের নামে ধর্ষণ মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক কপিলমুনি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে লিটু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিবন্ধীকে আজ সোমবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্দি শেষে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। আটক লিটু মণ্ডলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

লালমনিরহাট-২ আসন: জনতা দলের শামীমের ২ কোটি টাকার বেশি ঋণ, পরিবারে সোনা ৫৫ ভরি

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

চাঁপাইনবাবগঞ্জের দুজনকে আটক করেছে ভারতীয় পুলিশ

বিএসএফ-কাণ্ড: রবিউলের মরদেহে ৬ স্থানে আঘাতের চিহ্ন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

বদলগাছীতে সেতুর মুখে বড় গর্ত, ঝুঁকি নিয়েই যান চলাচল

মৌসুমের সর্বনিম্ন ৬.৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে নওগাঁ

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রচারে আ.লীগ কর্মী, শঙ্কায় নেতারা