হোম > সারা দেশ > ফরিদপুর

জাল নিবন্ধনে বাল্যবিবাহ, কনের মা ও কাজিকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের মা ও সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগে কনের মা ও সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারকে (কাজি) জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার রাত ৯টায় শহরের চকবাজার জামে মসজিদ-সংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজি অফিসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

এ সময় নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসানকে (৪৮) বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই অপরাধে বিকেলে শহরের বায়তুল আমান এলাকায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে জাল জন্মনিবন্ধনের মাধ্যমে বয়স বাড়িয়ে বাল্যবিবাহ দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে বিকেলে কনের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, বিভিন্ন অভিযোগের কারণে নিকাহ রেজিস্ট্রার কামরুল হাসানের নিবন্ধন স্থগিত করা হয়। পরে তিনি উচ্চ আদালত থেকে এক আদেশের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করেন। ওই আদেশ ৮ জুন পর্যন্ত কার্যকর ছিল।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান বলেন, ‘এক কিশোরীর জাল নিবন্ধনের মাধ্যমে বয়স বেশি দেখিয়ে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং সত্যতাও পাওয়া গেছে। যে কারণে দুজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া জেলা রেজিস্ট্রার বরাবর আমরা একটি চিঠি পাঠাব ওনার নিবন্ধনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।’

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাড়িতে

মাদারীপুরে অতিথি পাখি হত্যা, যুবকের ৭ দিনের কারাদণ্ড

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, অটোচালকসহ দগ্ধ ৩