সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ৫৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ ইনের পর তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, আজ দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীন নোয়াকোট, কালাইরাগ, শ্রীপুর ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফ কর্তৃক পাঁচটি গ্রুপে মোট ৫৫ জনকে পুশ ইন করা হয়। পরে তাদের বিজিবির টহল দল আটক করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পুশ ইন করা ব্যক্তিরা সবাই বাংলাদেশি নাগরিক, যারা ইতিপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে যায়।
সিলেট জেলার কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কালাইরাগ থেকে সাতটি পরিবারের মোট ১৯ জনকে পুশ ইন করে বিএসএফ। যাদের মধ্যে পাঁচজন পুরুষ, ৯ জন নারী ও পাঁচটি শিশু রয়েছে। তাদের মধ্যে নড়াইল জেলার ১৭ জন, কুষ্টিয়া জেলার একজন ও খুলনা জেলার একজন।
আর শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোকামপুঞ্জি থেকে ৯টি পরিবারের মোট ১৩ জনকে আটক করা হয়। যাদের মধ্যে দুজন পুরুষ, আটজন নারী ও তিনটি শিশু রয়েছে। তাদের মধ্যে যশোর জেলার পাঁচজন, নড়াইল ও বরিশাল জেলার দুজন করে এবং হবিগঞ্জ নরসিংদী, সিলেট ও সাতক্ষীরা জেলার একজন করে রয়েছে।
তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নলজুরি থেকে একই পরিবারের এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়। যাঁদের বাড়ি যশোর জেলায়।
এদিকে সুনামগঞ্জ জেলার অন্তর্গত নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ছনবাড়ী থেকে আটটি পরিবারের মোট ২১ জনকে আটক করা হয়। যাদের মধ্যে চারজন পুরুষ, ১৫ জন নারী ও দুটি শিশু রয়েছে। তাদের মধ্যে সাতক্ষীরা জেলার ৯ জন, যশোর জেলার পাঁচজন, নড়াইল জেলার চারজন ও সিলেট জেলার তিনজন।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নিমিত্তে নিকটস্থ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।