হোম > সারা দেশ

ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ায় প্রত্যাহার ২ এএসআই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ড়িদের ধরে থানায় না নিয়ে এসে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে থানা-পুলিশের দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয় বলে আজ রোববার নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন। 

প্রত্যাহার হওয়া ব্যক্তিরা হলেন এএসআই মনির হোসেন ও এএসআই মো. রেজাউল। 

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভাওড়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে যান এএসআই মনির ও রেজাউল। সেখানে সোর্সের মাধ্যমে জানাতে পারেন, ভাওড়া চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসেছে। সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েক জুয়াড়িকে আটক করেন তাঁরা। পরে অভিযোগ ওঠে, ঘুষ নিয়ে ওই জুয়াড়িদের ছেড়ে দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। 

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে থানা-পুলিশ তদন্তে নামে। তদন্তে সত্যতা পেলে পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে গত বৃহস্পতিবার মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়। 

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে প্রত্যাহার করা হয়। পরে তাঁদের টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে। 

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

টেকনাফে সৈকত থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

বুলেটপ্রুফ জ্যাকেট পরে গণসংযোগে স্বতন্ত্র প্রার্থী

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

চাঁপাইনবাবগঞ্জে দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

বিড়ি খাওয়া নিয়ে বক্তব্যে জামায়াতের ২ কোটি ভোট বেড়েছে: ড. ফয়জুল হক

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

চট্টগ্রামে সুন্নিজোট প্রার্থীর গাড়িতে হামলা