হোম > সারা দেশ

ঘুষ নিয়ে জুয়াড়িদের ছেড়ে দেওয়ায় প্রত্যাহার ২ এএসআই

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে জুয়ড়িদের ধরে থানায় না নিয়ে এসে ঘুষ নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগে থানা-পুলিশের দুই সহকারী উপপরিদর্শককে (এএসআই) প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার ওই দুই এএসআইকে প্রত্যাহার করা হয় বলে আজ রোববার নিশ্চিত করেছেন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন। 

প্রত্যাহার হওয়া ব্যক্তিরা হলেন এএসআই মনির হোসেন ও এএসআই মো. রেজাউল। 

জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারি ভাওড়া ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে যান এএসআই মনির ও রেজাউল। সেখানে সোর্সের মাধ্যমে জানাতে পারেন, ভাওড়া চাঁনপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে জুয়ার আসর বসেছে। সেখানে অভিযান চালিয়ে সমেজ ও রাসেলসহ কয়েক জুয়াড়িকে আটক করেন তাঁরা। পরে অভিযোগ ওঠে, ঘুষ নিয়ে ওই জুয়াড়িদের ছেড়ে দিয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। 

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন স্থানীয়রা। পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের নির্দেশে থানা-পুলিশ তদন্তে নামে। তদন্তে সত্যতা পেলে পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে গত বৃহস্পতিবার মির্জাপুর থানা থেকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়। 

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) বলেন, পুলিশ সুপারের নির্দেশে এএসআই মনির ও এএসআই রেজাউলকে প্রত্যাহার করা হয়। পরে তাঁদের টাঙ্গাইল পুলিশ লাইনে নেওয়া হয়েছে। 

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ময়মনসিংহে ৫ পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, আসামির বাবাসহ গ্রেপ্তার ৭

মা-বাবাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেপ্তার

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

অঙ্গীকারনামা লিখে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

‎টঙ্গীতে দুটি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন