হোম > সারা দেশ

মধুখালীতে ট্রাকের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। নিহতরা হলেন বাগাট ইউনিয়নের বাগাট বিশ্বাসপাড়া মহল্লার হুসাইন সরদার (২০), নাহিদ বিশ্বাস (২১) ও জোবায়ের বিশ্বাস (২০)। 

এ নিয়ে বাগাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ‘ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে রাস্তায় পড়ে ছিল। কামারখালী থেকে বাগাটে আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু সড়কে ছিটকে পড়েন। এ সময় মাগুরাগামী একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ওই তিন তরুণকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

হাইওয়ে পুলিশের করিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহিদুর রহমান বলেন, ‘গতকাল রাতেই পরিবারের কাছে তিনজনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

বান্দরবানে এনসিপি নেতার পদত‍্যাগ

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

লাইটার জাহাজে রমজানের নিত্যপণ্য মজুত করছেন ব্যবসায়ীরা, অভিযান পরিচালনা করবে সরকার

ফরিদপুরে ১১ দলের ইউনিয়ন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম

চলন্ত অবস্থায় বগি বিচ্ছিন্ন, ট্রেন চলাচলে বিঘ্ন

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

সড়কে গাছ ফেলে অটোরিকশা ছিনতাই

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার