হোম > সারা দেশ > বরিশাল

যেসব অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়লেন বরিশালের তিন নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ছবি: সংগৃহীত

বরিশালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) ছাড়লেন তিন নেতা। মহানগর শাখার তিন নেতা আজ মঙ্গলবার পদ ত্যাগ করে আগের সংগঠন ছাত্র ফেডারেশনে ফিরে গেছেন। তাঁরা সাংগঠনিক অচলতা ও জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ব্যর্থতার জন্য বৈছাআ তাগের কথা বলেছেন।

পদত্যাগীরা হলেন বৈছাআর মহানগর কমিটির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক জান্নাত আরা রিয়া ও সংগঠক অনন্যা ইসলাম এশা। তিনজনের পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন নাহিদ ইসলাম।

তিনজন যৌথ বিজ্ঞপ্তিতে জানান, লেজুড়বৃত্তিহীন রাজনীতির কথা বলে বৈছাআর যাত্রা শুরু হয়েছিল। কেন্দ্রীয় নেতারা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যুক্ত হয়ে সাংগঠনিক শূন্যতা তৈরি করেছেন। লেজুড়বৃত্তিক রাজনীতিতে জড়িয়ে প্রতিশ্রুতির অবমাননা ও জুলাইয়ে গড়ে ওঠা ছাত্র-জনতার ঐক্য বিনাশ করেছেন। তাঁরা বিভিন্ন ইউনিটের নেতাদের এনসিপি ও গণতান্ত্রিক ছাত্রসংসদে যুক্ত হওয়ার চাপ দিচ্ছেন। এ ছাড়া বৈছাআর জেলা ও মহানগর নেতারা দুর্নীতি, মামলা ও দখল বাণিজ্যে জড়িয়েছেন বলে অভিযোগ করেন পদত্যাগীরা। তাঁরা জানান, এসব কর্মকাণ্ডে গণ-অভ্যুত্থানের রাজপথের সৈনিক হিসেবে তাঁরা বিব্রতবোধ করছেন।

এদিকে বৈছাআর মহানগর আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ বলেন, পদত্যাগী তিনজন জুলাই আন্দোলনের পর বৈছাআর কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তাঁদের কমিটিতে রাখা হলেও সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতেন না। তাঁদের অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী

পটুয়াখালী-৩ আসনে নুর ও হাসান মামুনের মনোনয়নপত্র দাখিল

গণঅধিকার পরিষদ কোনো দলের সঙ্গে বিলীন হয়নি: নুর

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

ভোর থেকে বিকেল পর্যন্ত উঠানে পড়ে রইল লাশ, সম্পত্তি নিয়ে ছেলেমেয়েদের ঝগড়া

কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম মনোনয়নপত্র জমা দিতে পারেননি