হোম > সারা দেশ > কুমিল্লা

কুবি শিক্ষককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘রক্তাক্ত জুলাই-২০২৪’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাসান কামরুল শিক্ষক মুতাসিম বিল্লাহকে প্রাণনাশের হুমকি দেওয়া অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষক মুতাসিম বিল্লাহ। অভিযুক্ত হাসান কামরুল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী।

শনিবার (১২ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই শিক্ষক।

সাধারণ ডায়েরিতে শিক্ষক মুতাসিম বিল্লাহ অভিযোগ করেন, ‘আলোচনা সভা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী হাসান কামরুল (৩৬) উপদেষ্টা ও প্রধান অতিথি আসিফ মাহমুদকে মুরাদনগর উপজেলা থেকে ফুল দেওয়ার বিষয়ে আমাকে অবহিত করে। আমি উপ-উপাচার্য মহোদয়কে বিষয়টি অবহিত করলে তিনি (উপ-উপাচার্য) আমাকে অল্প সময়ে ফুল দেওয়ার সুযোগ নেই বলে জানান।

‘এটি আমি হাসান কামরুলকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, জোরে হুংকার ছেড়ে বলে “উপ-উপাচার্যের খবর আছে”। আমি তাকে নিবৃত্ত করার চেষ্টা করলে সে আমার ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। হাত উঁচিয়ে, চোখ রাঙিয়ে আমাকেও একই হুমকি দেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই টিটু কুমার নাথ বলেন, ‘স্যার সম্ভবত থানায় গিয়েছেন। কিন্তু, আমার কাছে এখনো কোনো কাগজ আসে নাই। আসলে ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ায় খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন বিএনপি নেতা

নেত্রকোনায় দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২২

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

পানছড়ি সীমান্তে ১১টি ভারতীয় গরুসহ আটক ১

হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে মাছ লুট ও খেত নষ্টের অভিযোগ

ভোলায় আবাসিক হোটেলে যুবলীগ নেতার ঝুলন্ত লাশ

নীলফামারী-১ আসন: তুহিনের মনোনয়ন দাবি সমর্থকদের, আফেন্দীকে বর্জনের হুঁশিয়ারি

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে অবস্থান কর্মসূচিতে বসেছে ইনকিলাব মঞ্চ

ঠাকুরগাঁওয়ে মাজার ভাঙচুর করল দুর্বৃত্তরা, জড়িতদের বিচারের দাবি

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১