হোম > সারা দেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মধ্যরাতে ডাকাতির চেষ্টা, গাড়ি ভাঙচুর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে একটি গাড়িতে রামদা, লম্বা ছুরি নিয়ে হামলা চালায় চার-পাঁচজন দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার মধ্যরাতে মহাসড়কের ছোট দারোগার হাট হাইওয়ে থানার সামনে এ ঘটে। এ সময় গাড়িতে ভাঙচুর চালিয়ে ভেতরে ঢুকতে না পেরে জানালা দিয়ে যাত্রীদের মোবাইল ফোন কেড়ে নেয়।

ঘটনার শিকার মিরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান ঈশান বলেন, সড়কে ঢাকামুখী লেনে জ্যামের কারণে থেমে থেমে গাড়ি চলছিল। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সীতাকুণ্ডের টেরিয়াল বাজারে হাইওয়ে থানার সামনে তাঁর গাড়িতে এই হামলা চালানো হয়। ডাকাতির উদ্দেশ্যে গাড়ির দরজা খোলার চেষ্টা চালায় তারা। একই সময়ে পেছনের কয়েকটি গাড়িতে ডাকাতি করে যাত্রীদের মালামাল কেড়ে নেয় তারা।

আবদুর রহমান ঈশান আরও বলেন, ‘আমরা জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে চলে এসেছি। পরে পুলিশ এসে কাউকে আটক করেছে কি না, জানি না। রাতবিরাতে মহাসড়কে চলাচল অনিরাপদ হয়ে ওঠায় আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মনে। হাইওয়ে থানার পাশে এ ধরনের গণডাকাতির মতো ঘটনায় আতঙ্কিত যাত্রীসাধারণ।’

ঈশান বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে জানে বেঁচে ফিরেছি। কয়েক দিন পরপর এজাতীয় ঘটনা ঘটে। থানা-পুলিশের তৎপরতা বাড়ানো প্রয়োজন।’

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে থানার ডিউটি অফিসার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, ‘ডাকাতির মতো কোনো ঘটনার খবর পাইনি। সড়কে জ্যাম থাকায় পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।’

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

সুন্দরবনে রিসোর্ট মালিক ও দুই পর্যটককে অপহরণ, ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি দস্যুদের

ত্রিশালে এমপি হতে চাওয়া সেই ভিক্ষুকের মনোনয়ন বাতিল

নেত্রকোনায় দুই হাত ঝলসানো ও গলাকাটা যুবকের লাশ উদ্ধার

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

সিকৃবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৩.৪১ শতাংশ

বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই: হাদি হত্যার বিচার নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

‘থানা পুড়িয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম’—বলে ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্রনেতা গ্রেপ্তার