হোম > সারা দেশ > ময়মনসিংহ

সংবিধান সংস্কার না করলে নির্বাচন দিয়ে সুফল মিলবে না: সাইফুল্লাহ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

হালুয়াঘাট উপজেলার জয়িতা মার্কেট চত্বরে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মো. সাইফুল্লাহ। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সদস্যসচিব মো. সাইফুল্লাহ বলেছেন, ‘সেই নির্বাচন দিয়ে কী হবে? যদি আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাতে গড়া ফ্যাসিস্ট সংবিধান সংস্কার না করতে পারি।’

গতকাল শনিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জয়িতা মার্কেট চত্বরে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান রক্ষার্থে মৌলিক সংস্কার বিষয়ক আলোচনা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল্লাহ এসব কথা বলেন।

এ সময় সাইফুল্লাহ কিছু দলের সমালোচনা করে বলেন, ‘আমরা জানি, আপনারা চাচ্ছেন আমরা যেন এই ফ্যাসিস্ট সংবিধান না পরিবর্তন করতে পারি। আপনারাও চান আওয়ামী লীগ যে সিস্টেম বানিয়ে, যে সংবিধান বানিয়ে, এই দেশে যেসব সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে, যদি সেগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে তো আবার আপনাদের রাস্তাও বন্ধ হয়ে যাবে। কিন্তু সেটা আমরা হতে দেব না। আমরা সংবিধান পরিবর্তন করে ফ্যাসিবাদের সিস্টেমকে রিমডিফাই করে সংস্কার করে নতুন রাজনীতিক বন্দোবস্ত নিয়ে নয়া বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’

অনুষ্ঠানে হালুয়াঘাট উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আশিকুল ইসলাম আশিকের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হালুয়াঘাট উপজেলা যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। এ ছাড়া হালুয়াঘাট উপজেলা প্রধান সমন্বয়কারী আবু রায়হান, ঈশ্বরগঞ্জ উপজেলার সমন্বয়কারী মোজাম্মেল হক, ময়মনসিংহ জেলা এনসিপির সদস্য মাসুদ রানা, আবুল হাসনাত হৃদয়, হালুয়াঘাট উপজেলা যুগ্ম সমন্বয়কারী সিয়ামুল হক টুটুলসহ হালুয়াঘাট ধোবাউড়া এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা এ সময় জুলাই গণ-অভ্যুত্থান রক্ষার্থে মৌলিক সংস্কার বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

তিন ‘ভারতীয় নাগরিককে’ ঠেলে পাঠাল বিএসএফ

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

হাদি হত্যার বিচারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

হাদির হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

সিলেটে পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

বিএনপি থেকে পদত্যাগ করলেন সাবেক এমপি শাহিন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা