হোম > সারা দেশ > যশোর

কেশবপুরের সাবেক মেয়র রফিকুলের বাড়ি ঘেরাও, উদ্ধার করল পুলিশ

কেশবপুর (যশোর) প্রতিনিধি

রফিকুল ইসলাম। ছবি: সংগৃহীত

যশোরের কেশবপুরে স্থানীয় যুবকদের ঘেরাও থেকে পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) থেকে রফিকুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল তাঁর বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়ায় আত্মগোপনে ছিলেন। আজ দুপুরের দিকে ওই এলাকা কিছু যুবক ঘিরে রাখেন। বিষয়টি বুঝতে পেরে রফিকুল একই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘জনগণ তাঁকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’

উল্লেখ্য, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ফের মেয়র পদে জয়ী হন।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

লক্ষ্মীপুর-১ আসনে স্বতন্ত্র মাহফুজ আলম, এনসিপির পক্ষে মনোনয়নপত্র নিলেন বড় ভাই মাহবুব

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

টাঙ্গাইল-১ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন