হোম > সারা দেশ > মেহেরপুর

গাংনীতে বিএনপি অফিসের সামনে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

গাংনী উপজেলার নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে থেকে বৃহস্পতিবার সকালে বোমাসদৃশ দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি অফিসের সামনে লাল ও কালো টেপে মোড়ানো দুটি বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।

চিরকুটে লেখা ছিল, ‘গ্রামের ছেলে হিসেবে এতোদিন ভালোই ছিলাম। কিন্তু তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না। [শেখ হাসিনা] পালায় গিয়েছে তো কি হয়েছে। তবে মাথায় রাখিস, আমরা জায়গার মাল, জায়গাতেই বোসে আছি। ২০১৮ সালে তো হালকা হয়েছে। [ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে]।’

মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। এলাকার পরিবেশ অস্থিতিশীল করতে এ কাজ কেউ করেছে বলে ধারণা করা হচ্ছে।’

গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী