মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া বাজারে বিএনপি অফিসের সামনে থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিএনপি অফিসের সামনে লাল ও কালো টেপে মোড়ানো দুটি বস্তু ও একটি চিরকুট পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
চিরকুটে লেখা ছিল, ‘গ্রামের ছেলে হিসেবে এতোদিন ভালোই ছিলাম। কিন্তু তোদের মধ্যে কিছু কিছু লোক আমাকে ভালো হতে দিচ্ছে না। [শেখ হাসিনা] পালায় গিয়েছে তো কি হয়েছে। তবে মাথায় রাখিস, আমরা জায়গার মাল, জায়গাতেই বোসে আছি। ২০১৮ সালে তো হালকা হয়েছে। [ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে]।’
মটমুড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মাজহারুল ইসলাম বলেন, ‘দুটি বোমাসদৃশ বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে পুলিশ নিয়ে গেছে। এলাকার পরিবেশ অস্থিতিশীল করতে এ কাজ কেউ করেছে বলে ধারণা করা হচ্ছে।’
গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থল থেকে বোমাসদৃশ দুটি বস্তু ও একটি চিরকুট উদ্ধার করে থানায় আনা হয়েছে।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, ‘খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে কাজ করছে পুলিশ।’