হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় অটোভ্যানের চালকসহ নিহত ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি­

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজার এলাকায় আজ শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে বাসের ধাক্কায় অ্যটোভ্যানের (পাখিভ্যান) চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কুতুবপুর গ্রামের পাখিভ্যানের চালক আব্দুর রাজ্জাক (৭০) ও মোহাম্মদজমা গ্রামের খান্দারপাড়ার সরোয়ার হোসেন (৭৫)।

প্রত্যক্ষদর্শী কালাম আলী বলেন, ‘আমি ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বিকট শব্দ শুনতে পাই। এসে দেখি, সড়কের ওপর দুজনের লাশ পড়ে আছে। পাখিভ্যানটি দুমড়ে-মুচড়ে গেছে। ঝাপসা অন্ধকারে পরিষ্কারভাবে দেখতে পারিনি। তবে ঢাকাগামী পরিবহনের ধাক্কায় হয়তো তাঁদের মৃত্যু হয়েছে।’

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, ঢাকাগামী পরিবহনের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়েছে। আমরা ঘাতক পরিবহনটি শনাক্তের চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কোটি টাকার সেতুতে উঠতে হয় মই দিয়ে

স্কুলে ঢুকতে দুই পুকুর, ঝুঁকিতে শিক্ষার্থীরা

ভোটের মাঠে: বিএনপির চ্যালেঞ্জ ৪ আসনে

স্থলবন্দর প্রকল্প: রামগড়ে তিন পাহাড় কেটে বন্দরের জমি ভরাট

ভোলায় বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ১২

ভালুকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

আমির হামজার বক্তব্যের কঠোর সমালোচনা করে জাতীয় মুক্তি কাউন্সিলের বিবৃতি

খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়ে কারাগারে

চবির উপ-উপাচার্যের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে, দাবি ১০১ শিক্ষকের