হোম > সারা দেশ

করোনা পরিস্থিতিতে বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে হবে না

করোনা পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে। সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনায় এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তীত পরিস্থিতে বিচারক এবং আইনজীবীরা সাদা শার্ট বা সাদা শাড়ি অথবা সালোয়ার–কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরতে পারবেন। কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা নেই। এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

বিচারক-আইনজীবীদের এ পোশাক সংক্রান্ত বিষয়টি নিয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তিও জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. বদরুল আলম ভুইঁয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগেও করোনা পরিস্থিতিতে গত বছরের জুলাই ও আগস্ট মাসে পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট/শেরওয়ানি পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। তবে নভেম্বরে শীত মৌসুমে মূল ড্রেসকোড পুনর্বহাল করা হয়। দেশে করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়া এবং গরম পড়ায় ফের হালকা পোশাক পরার অনুমতি দেওয়া হলো। বাসস

৫টি সাজাসহ ২৩টি ওয়ারেন্টে সাবেক যুবদল নেতা গ্রেপ্তার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রিকশায় চড়ে ডিসি অফিসে মির্জা ফখরুল, জমা দিলেন মনোনয়নপত্র

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

ভালুকায় শ্রমিকবাহী বাস উল্টে এক শ্রমিক নিহত, আহত ২০

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশের কনস্টেবল নিহত

খুলনায় সকাল থেকেই মনোনয়ন জমা দেওয়া শুরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি