হোম > সারা দেশ

করোনা পরিস্থিতিতে বিচারক-আইনজীবীদের কালো কোট-গাউন পরতে হবে না

করোনা পরিস্থিতিতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা স্থগিত করা হয়েছে। সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনায় এই সিদ্ধান্ত হয় যে, পরিবর্তীত পরিস্থিতে বিচারক এবং আইনজীবীরা সাদা শার্ট বা সাদা শাড়ি অথবা সালোয়ার–কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরতে পারবেন। কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা নেই। এই নির্দেশনা সুপ্রিম কোর্ট এবং দেশের সব অধস্তন আদালতে অবিলম্বে কার্যকর হবে।

বিচারক-আইনজীবীদের এ পোশাক সংক্রান্ত বিষয়টি নিয়ে এরই মধ্যে বিজ্ঞপ্তিও জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মো. বদরুল আলম ভুইঁয়া স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগেও করোনা পরিস্থিতিতে গত বছরের জুলাই ও আগস্ট মাসে পৃথক বিজ্ঞপ্তিতে কালো কোট/শেরওয়ানি পরার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়। তবে নভেম্বরে শীত মৌসুমে মূল ড্রেসকোড পুনর্বহাল করা হয়। দেশে করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়া এবং গরম পড়ায় ফের হালকা পোশাক পরার অনুমতি দেওয়া হলো। বাসস

লাউ চাষেই স্বপ্নপূরণ, দম্পতির মুখে সাফল্যের হাসি

তীব্র শীতে নাকাল জনজীবন

কর্মসূচি থেকে ফেরার পথে পিকআপের ধাক্কায় জামায়াত নেতা নিহত

নতুন বই এলেও পদ্মার চরে কাটছে না শিক্ষকসংকট

রেললাইন খুলে ফেলেছে দুর্বৃত্তরা, ট্রেন লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

জমি অধিগ্রহণ: ক্ষতিপূরণ মেলেনি ছয় বছরেও

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

টাঙ্গাইল: আট আসনে লড়াইয়ে বিএনপিরই ২৪ জন

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান