হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

রেলস্টেশন থেকে নিখোঁজ জিল্লার রহমানের খোঁজ চায় পরিবার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

জিল্লার রহমান। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন থেকে হারিয়ে গেছেন এক বাক্‌প্রতিবন্ধী ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম জিল্লার রহমান মণ্ডল (৬০)। তিনি উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন নিখোঁজ ব্যক্তির ভাতিজা মইদুল ইসলাম।

তবে এ বিষয়ে জানতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফকে কল দিলে তিনি রিসিভ করেননি।

জানা গেছে, গত শুক্রবার (১৩ জুন) সকালে রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে জামতৈল রেলস্টেশনে আসেন জিল্লার রহমান। তাঁর সঙ্গে আরও পাঁচজন ছিলেন। বাকি চারজন ঠিকঠাক ট্রেনে উঠলেও একজন তাঁদের সঙ্গে উঠতে ব্যর্থ হন। এতে অন্য সঙ্গীরা ভেবেছিলেন, হয়তো জিল্লার রহমান ট্রেন মিস করেছেন। কিন্তু পরে নিখোঁজ ব্যক্তির পরিবার জানতে পারেন, তিনি ট্রেনে উঠেছিলেন, তবে এর পর থেকে আর তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জিল্লার রহমানের ভাতিজা মইদুল ইসলাম বলেন, ‘আমার চাচার পরনে ছিল মিষ্টি রঙের ফুলহাতা শার্ট ও সাদা চেক লুঙ্গি। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি।’

পরিবারের সদস্যরা জানান, মানসিক ও বাক্‌প্রতিবন্ধিতার কারণে একা চলাফেরা করা তাঁর (জিল্লার রহমান) পক্ষে কঠিন। তাই তাঁকে দ্রুত খুঁজে পাওয়া অত্যন্ত জরুরি।

নিখোঁজ জিল্লার রহমান সম্পর্কে কারও কোনো তথ্য জানা থাকলে ০১৭৪৭০১১৩৩৭ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তাঁর পরিবার।

ডুমুরিয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই ভ্যান আরোহী নিহত

ভৈরবে সাবেক কাউন্সিলরকে ছিনিয়ে নিল সমর্থকেরা, পুলিশের মামলা

খুলনায় র‌্যাবের সোর্সকে গুলি

‘অভিভাবক সমাবেশের’ নামে নির্বাচনী সভা, জরিমানা গুনলেন জামায়াত প্রার্থী

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

‘ভুলবশত’ দলে ফেরা ইউপি চেয়ারম্যানের বহিষ্কারাদেশ বহাল

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ