হোম > সারা দেশ

পাখিদের জন্য ডিএনসিসিতে লাগানো হচ্ছে গাছ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পাখিদের জন্য রসকলগাছ লাগানো হচ্ছে বলে জানিয়েছেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, রসকলগাছের ফল পাখিদের প্রিয়, নগরের ভবিষ্যৎ প্রজন্ম পাখিদের ভুলে যেতে পারে, এ জন্য পাখিদের ফিরিয়ে আনতে রসকলগাছ লাগানো হচ্ছে। এ ছাড়া সড়কের মিডিয়ামে সোনালু, জারুল, রসকল লাগানো হবে। 

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে ২ লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

ডিএনসিসি মেয়র বলেন, নগরের উন্নয়নের জন্য গাছ কাটা যাবে না। আমরা (উত্তর সিটি করপোরেশন) দুই লাখ গাছ লাগাব, এর জন্য বন বিভাগকে সম্পৃক্ত করেছি। এই পদক্ষেপের মাধ্যমে বায়ুদূষণ কমবে, দাবদাহ কমবে, ঢাকা মহানগরীতে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসারণ কমানো সম্ভব। 

মেয়র আতিক বলেন, গাছের পরিচর্যার জন্য ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১০০ জন মালি নিয়োগ পাবেন। এই পদে অনেক শিক্ষিত ছেলেরাও আবেদন করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছেন। কারণ তাঁরা পরিবেশ রক্ষার্থে কাজ করতে চান। 

সম্প্রতি অনুমতি ছাড়া গাছ কাটার জন্য সিটি করপোরেশনের দুই ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এক ঠিকাদারকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। 

নিয়োগ পাওয়া মালিদের দায়িত্ব সম্পর্কে মেয়র আতিক বলেন, এক কিলোমিটারের মধ্যে গাছের রিপোর্ট কয়েকজন দেবেন। ‘সবুজে বাস, বারো মাস’ স্লোগানে এই কর্মসূচির মাধ্যমে আমরা ঢাকায় সবুজে বাস করব। 

এ সময় রাজউকের দৃষ্টি আকর্ষণ করে মেয়র বলেন, নিয়ম অনুযায়ী ৩৫ শতাংশ জায়গা খালি রেখে বাড়ি-স্থাপনা নির্মাণ করতে হবে। প্রতিটি বাড়ির এক কাঠায় যদি একটি গাছ লাগাতে পারি, তাহলে ঢাকা সবুজে ভরে যাবে। 

স্থপতি ইকবাল হাবিব ও নগর পরিকল্পনাবিদ আখতার হামিদের সঙ্গে বসে সিটি করপোরেশন কর্মপরিকল্পনা ঠিক করেছে বলে বলে জানান মেয়র আতিক।

রাজধানীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

বগুড়ায় স্বামী-স্ত্রীকে মারধর করে টাকা-গয়না লুট, পরে ককটেল ফাটিয়ে পালাল ডাকাত

মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড

গঙ্গাচড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১৩ জনের বিএনপিতে যোগদান

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

ডাকসু নির্বাচনে মিছিলে ৫০ জনও পাইনি, ভোট পেয়েছি ১১ হাজার: নুরুল হক

সিলেটে বিএনপির জনসভায় শাবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রার, শিক্ষার্থীদের সমালোচনা

দুর্বৃত্তের হামলায় কর্মী নিহত: নিরাপত্তা চেয়ে আবেদন বিএনপি প্রার্থীর

কুমিল্লায় নির্বাচনের মিছিলে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

চাঁদপুরে ট্রাকচাপায় শিশু নিহত