হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় ছাত্রীকে কুপ্রস্তাব, প্রধান শিক্ষকসহ দুজন সাময়িক বরখাস্ত

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

বরখাস্তকৃত দুই শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন ও তার ভাই গণিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশনের অ্যাডহক কমিটি তাদের বরখাস্ত করেন। বরখাস্তকৃত দুই শিক্ষক হলেন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিন ও তাঁর ভাই গণিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল।

জানা গেছে, মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনের গণিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল দশম শ্রেণির এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনের ভাই। সম্প্রতি ওই কুপ্রস্তাবের কয়েকটি অডিও ছড়িয়ে পড়লে আজ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করতে থাকে। এ সময় প্রধান শিক্ষক ইনস্টিটিউশনে এলে শিক্ষার্থী ও এলাকাবাসী মিলে পিটুনি দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।

ইনস্টিটিউশনের দশম শ্রেণির শিক্ষার্থীদের বক্তব্য, ‘গণিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্নজনকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এ ঘটনা প্রধান শিক্ষককে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। তাই আমরা ক্লাস বর্জন করে সাইফুদ্দিন স্যারের শাস্তি দাবিতে বিক্ষোভ করেছি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিক নুর আলম বলেন, ‘মান্দ্রা-রাধাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে দশম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় ওই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক সাইফুদ্দিন কাজল এবং বিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষক হাসান মোহাম্মদ নাসির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটে বিএনপি নেতা মানিক সেনাবাহিনীর হাতে আটক

হাসপাতালে সময়মতো আসেন না চিকিৎসক-কর্মচারীরা, দুদকের অভিযান

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে কালোটাকার ব্যাপক প্রভাব: বদিউল আলম

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ভেতর রোগী মৃত্যুর ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

মায়ের কোল থেকে ছিটকে সড়কে প্রাণ গেল শিশুর