বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠককালে এ নির্দেশ দেন ইমরান। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীর সঙ্গে বৈঠক করেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। হাইকমিশনার প্রধানমন্ত্রীকে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রী হাইকমিশনারকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেন। বৈঠককালে বাংলাদেশের নেতৃবৃন্দ ও জনগণকে শুভকামনা জানান ইমরান।