হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

চলন্ত বাস থেকে ফেলে যাত্রীকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি   

নিহত ব্যক্তির স্ত্রীর আহাজারি। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত বাস থেকে সৈকত আহমেদ (২৫) নামের এক যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বাসটির সুপারভাইজার ওই যুবককে ধাক্কা দেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে সুপারভাইজার ও হেলপার পলাতক। পুলিশ বাসটিকে আটক করে থানায় এনেছে।

আজ বুধবার দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাসটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী হুমনা খাতুন বাদী হয়ে হত্যা মামলা করবেন। মামলার প্রস্তুতি চলছে।

নিহত সৈকত আহমেদ বগুড়া জেলার নন্দীগ্রাম থানার হাজারিকা বেগুনিপাড়া গ্রামের সোলেমান শেখের ছেলে।

নিহত সৈকতের স্ত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে সকালে ঢাকা থেকে এইচকে নামের একটি যাত্রীবাহী বাসে বাড়ি ফিরছিলেন (বগুড়ায়) সৈকত ও তাঁর স্ত্রী। বাসটি হাটিকুমরুল রাধানগর এলাকায় পৌঁছালে কয়েকজন যাত্রী নেমে যান। এ সময় বাসের সুপারভাইজারের সঙ্গে সৈকতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুপারভাইজার সৈকতকে ধাক্কা দিলে তিনি চলন্ত বাস থেকে পড়ে যান। তখন বাসের পেছনের চাকায় মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

স্থানীয় লোকজন সৈকতকে উদ্ধারে এগিয়ে এলে বাসের সুপারভাইজার ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং বাসটিকে আটক করে থানায় নিয়ে আসে।

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

সাতক্ষীরায় জেলা আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা, সমর্থক আটক

ভোলায় বিজেপি কার্যালয়ে হামলা, ভাঙচুর

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাড়কাঁপানো শীতে চা-শ্রমিকদের দুর্ভোগ, পরনে নেই গরম কাপড়

ময়মনসিংহে সদস্যপদ স্থগিত জামায়াত নেতার মনোনয়নপত্র দাখিল

ত্রিশালের এমপি হতে চান ভিক্ষুক আবুল মুনসুর, জমা দিলেন মনোনয়নপত্র

সাবেক প্রতিমন্ত্রী বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তাঁর স্ত্রী