হোম > সারা দেশ

ফকিরহাটে বাস, ভ্যান ও বাইসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহত লাভলু শেখ উপজেলার উজলপুর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভ্যান ও বাইসাইকেলটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় রবি এক্সপ্রেস পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেলকে চাপা দেয় এবং এর পর ধাক্কা খায় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে। এতে বাইসাইকেলচালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন। 

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সবুজ শেখ জানান, ‘লাভলু শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

‘ক্ষমতার মোহে আল্লাহর আরশ কাঁপানোর মতো বেপরোয়া হলেন’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শফিকুল মারা গেছেন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

দত্তক নেওয়া কিশোরীকে ‘যৌন নির্যাতনের’ অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু

‘ইচ্ছাকৃত ঋণখেলাপি’ বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ না করতে ব্যাংকের চিঠি

বরিশালে অবৈধ বালু উত্তোলনকালে ৫৭ ড্রেজার জব্দ, আটক ২০

মাদারীপুরে পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-বরিশাল মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ