হোম > সারা দেশ

ফকিরহাটে বাস, ভ্যান ও বাইসাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ভ্যান ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাটের ফলতিতা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় নিহত লাভলু শেখ উপজেলার উজলপুর এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান। এ নিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভ্যান ও বাইসাইকেলটি ফলতিতা থেকে ফকিরহাটের দিকে যাচ্ছিল। এ সময় রবি এক্সপ্রেস পরিবহনের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেলকে চাপা দেয় এবং এর পর ধাক্কা খায় একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে। এতে বাইসাইকেলচালক শাজাহান মোল্লা (৬৫), ভ্যানচালক আবুল কালাম (৫০) ও ভ্যানযাত্রী লাভলু শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক লাভলু শেখকে মৃত ঘোষণা করেন। 

এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. সবুজ শেখ জানান, ‘লাভলু শেখকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আহতের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

গাইবান্ধা-৪: এনসিপির বিতর্কিত জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি বিদ্রোহী প্রার্থী

ফরিদপুরে বিদেশি পিস্তল ও গুলিসহ ‘ভুয়া সাংবাদিক’ আটক

গণভোট শত বছরের দিকনির্দেশনা দেবে: আদিলুর

৯৯৯-এ ফোন করে স্ত্রীর বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ঢাকায় কর্মরত পাকিস্তানি নাগরিকের

ইসলামপুরে অস্ত্রসহ যুবক আটক, হাসপাতালে ভর্তি

ভ্রাম্যমাণ আদালতে বাধা: চেয়ারম্যানকে বরখাস্তের এক দিন পর ইউএনও বদলি

৬ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে ফেনী সরকারি কলেজ ছাত্রাবাস

মধ্যরাতে নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিভল ভোরে

নওগাঁয় ৪২ কেজি গাঁজাসহ যুবক আটক

বরিশাল-৫: ভোটের লড়াইয়ে হাতপাখার প্রতিদ্বন্দ্বী এখন ধানের শীষ