ঢাকা: বিধিনিষেধের মধ্যে আটকা পড়া ৭৮ বাংলাদেশিকে থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হয়েছে। একটি বিশেষ ফ্লাইটে তাদের আনা হয়। তবে বাংলাদেশিদের সাথে এসেছে বিদেশিরাও।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংককে বাংলাদেশ দূতাবাস ৭৮ জন বাংলাদেশিকে প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করেছে। বাংলাদেশিদের পাশাপাশি থাই এবং অন্যান্য দেশের অধিবাসীকেও নিয়ে এসেছে দূতাবাস। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট বিজি ৪০৮৯ গত শনিবার ভোর ৫টায় যাত্রীদের নিয়ে ঢাকায় অবতরণ করে। এ বিশেষ ফ্লাইটের অর্থ যাত্রীদেরই বহন করতে হয়েছে। বাংলাদেশিদের প্রত্যাবাসনের প্রক্রিয়াটি সহজীকরণের জন্য থাই সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই।
গত বছরের কোভিড-১৯ মহামারির পর থেকে এখন পর্যন্ত ১৩টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস।