হোম > সারা দেশ > দিনাজপুর

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর প্রতিনিধি

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের আটটি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রংপুর বিভাগের আট জেলার ডিসি-এসপিদের সঙ্গে বৈঠক শেষে বের হলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘিরে ধরেন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে হত্যা মামলা থাকার পরেও কীভাবে দেশ ত্যাগ করলেন, জানতে চান, তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন অকল্পনীয় ও অভাবনীয় কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেবে সরকার। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের দিনাজপুরের আহ্বায়ক একরামুল হক আবীরসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পর শিক্ষার্থীরা পথ ছেড়ে দেন।

এ সময় সম্প্রতি ভারতের সীমান্তরক্ষী বাহিনী–বিএসএফ কর্তৃক বাংলাদেশে ‘পুশ–ইনের’ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কেউ ভারতে থাকলে প্রোপার চ্যানেলে দেশে আসবে, ভারতের কেউ থাকলে প্রোপার চ্যানেলে যাবে।

সরকারের ভেতরে ছাত্র প্রতিনিধিরা কোণঠাসা অবস্থায়, মাহফুজ আলমের এমন পোস্টের প্রতিক্রিয়া জানতে চাইলে জাহাঙ্গীর আলম জানান, সরকারের ভেতরে যাঁরা আছেন, সবার সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই সিদ্ধান্ত হয়।

হজের খরচ ১০০ ডলার কমাতে বিমানকে চিঠি দিয়েছে সরকার: ধর্ম উপদেষ্টা

বিএনপির সাবেক এমপি এনসিপি থেকে পেলেন মনোনয়ন

সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর আরামবাগে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

বগুড়ায় ২৬ টন পলিথিন জব্দ, তিনজনের জেল-জরিমানা

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

নওগাঁয় ১৩০ বস্তা ডিএপি ও ৩০ বস্তা টিএসপি সার জব্দ

সড়কের ওপর রাখা ধানে দুর্ঘটনা, কুলাউড়ায় দুই চাচাতো ভাই নিহত

নরসিংদীতে সংঘাত বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চালানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদকসেবী ও বখাটের উৎপাতে অতিষ্ঠ শহরবাসী, প্রতিকার চাইলেন পুলিশ সুপারের কাছে